পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশান দক্ষিণ জোন পাথরঘাটা কর্তৃক স্টেশান কমান্ডার লেঃ সাফায়েত আবরার, (এক্স), বিএন এর নেতৃত্বে গত ১৭ মার্চ ২০২৩ রাত ১১টার দিকে সালাম নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন পাথরঘাটা সদর ইউনিয়নের গহরপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ঐ এলাকা হতে ৯০০ গ্রাম গাঁজা ও ০১ টি মোবাইল (বাটন) সহ মাদক ব্যবসায়ী মোঃ সালাম (৪০) কে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন নাহেরী পাড়া গ্রামের আব্দুল ওহেদ হাওলাদার এর ছেলে। পরবর্তীতে আটককৃত আসামী ও জব্দকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।পাথরঘাটা থানায় যোগাযোগ করা হলে থানা ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার সত্যতা নিশ্চত করে বলেন,আসামীর বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে।