মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট বাজারের ব্যবসায়ী সাজ্জাদ হোসেন চট্টগ্রাম নগরীর এ কে খান মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। সে করেরহাট বাজারের সাজ্জাদ ক্লথ এন্ড গার্মেন্টসের সত্বাধিকারী। আজ সকালে দোকানের জন্য মালামাল ক্রয় করতে পাঠাওয়ের মোটরসাইকেল যোগে যাওয়ার পথে সকাল সাড়ে ১১ টার সময় একেখান মাইক্রো স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।