শনিবার , ১৮ মার্চ ২০২৩ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

উলিপুরে দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর, আটক ২

প্রতিবেদক
মো: সাইদুল ইসলাম সাইদ
মার্চ ১৮, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ

উলিপুর প্রতিনিধি : উলিপুরে দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর ও একটি মন্দির থেকে প্রতিমা চুরির ঘটনায় এক শিশুসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে (১৭ মার্চ) উপজেলা শহরের স্বর্ণময়ী সরোবরের কাছ থেকে তাদের আটক করে স্থানীয়রা। পরে শুক্রবার (১৭ মার্চ) তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। উ‌লিপুর থানার অফিসার ইন চার্জ (ও‌সি) শেখ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক অভিযুক্তদের মধ্যে একজনের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তার বাড়ি ফুলবাড়ী উপজেলার তালুক শিমুলবাড়ী ফকিরপাড়া গ্রামে। একই অভি‌যোগে তার এক সহযোগি (১৫) শিক্ষার্থীকেও আটক করা হয়েছে। ওই শিক্ষার্থীর বাড়ি উলিপুরের ধামশ্রেণি ইউনিয়নে। তারা উভয়ে উলিপুরের একটি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী বলে জানায় পুলিশ।

এর আগে মঙ্গল ও বুধবার (১৪ ও ১৫ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার পৌর এলাকার যোদ্দারপাড়ার দুটি মন্দির ও খেওয়ারপাড়ে অবস্থিত উলিপুর কেন্দ্রীয় শ্মশান মন্দিরে প্রতিমা ভাঙচুর ও একটি প্রতিমা উধাওয়ের ঘটনা ঘটে। এদিকে আটক দুইজনকে শুক্রবার আদালতে পাঠানো হয়। এসময় আটক জান্নাতুল ফেরদৌস মন্দিরে প্রতিমা ভাঙচুরের দায় স্বীকার করেছে বলে আদালত সূত্রে জানা গেছে। অপর অভিযুক্ত শিশু হওয়ায় আদালত তাকে নিরাপদ হেফাজতে পাঠান। তাকে র‌বিবার (১৯ মার্চ) শিশু আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্তরা কেন মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে সে ব্যাপারে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ। ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মন্দিরে হামলার অভিযোগ এনে মামলা দেওয়া হয়েছে।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত
Design and Developed by BY AKATONMOY HOST BD