দশমিনা প্রতিনিধি: পটুয়াখালী জেলার অন্তর্গত দশমিনা উপজেলার প্রাণকেন্দ্রে শিশুদের একমাত্র বিনোদন কেন্দ্র শিশু পার্ক। দশমিনার সাবেক উপজেলা নির্বাহি কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল এর পরিকল্পনায় স্থানীয় সংসদ সদস্য জনাব এস এম শাহজাদা সাজুর বরাদ্দকৃত অর্থায়নে চলমান আছে দশমিনার প্রান কেন্দ্রে এই একমাত্র শিশুদের বিনোদন কেন্দ্রে শিশু পার্কের কাজ। কাজটি সু শৃঙ্খল এবং সুন্দরভাবে হচ্ছে বলে মনে করেন উপজেলা বাসি।উপজেলা বাসি বলেন দীর্ঘ বছর এই পার্ক টি নামেই শুধু একটি পার্ক ছিলো এর ছিল না কোন নিরাপত্তা বেষ্টনি ও সৌন্দর্যতা।এই শিশু পার্কের নিরাপত্তা বেষ্টনি সৌন্দর্যতা এবং উন্নয়নের জন্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সংসদ সদস্য জনাব এস এম শাহজাদা সাজুর প্রতি উপজেলা বাসি কৃতজ্ঞতা প্রকাশ করেন।