শার্শা প্রতিনিধিঃ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের আমের রাজধানী খ্যাত বেলতলা আম বাজারে (গুটি) আম বেচাকেনা শুরু হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকলে বাজার ঘুরে দেখা যায়, প্রতি মণ আম ৩ থেকে ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।জানা গেছে, ঢাকা রাজধানীরসহ দেশের বিভিন্ন শহরে টক ডাইল,ও আচার খাবার কাজে ব্যাবহার হচ্ছে এই আম। যশোর জেলার সীমানার শেষ স্থান, ও সাতক্ষীরা জেলা সীমানার শুরু বেলতলা নামক স্থানে এই আম বাজারটি অবস্থিত।
বেলতলা বাজারে আম বিক্রি করতে আসা বেপারী মোঃ রফিকুল ইসলাম জানান, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় এই অঞ্চলে আমের ফলন আগাম হয়েছে, যার কারণে দ্রুত আম বড় হয়েছে। এছাড়াও দেশে করোনা ভাইরাস না থাকায় চাহিদা বেশি ও ভালো দামে আম বিক্রি হচ্ছে বলে জানান আম চাষীরা। মেসার্স বিসমিল্লাহ ফল ভান্ডার এর প্রোপাইটার মোঃ আব্দুস সাত্তার বলেন, এবছর আমের দাম ভালো এবং চাহিদাও বেশি আছে, আশা করছি এবছর ব্যবসা ভালো হবে।
আম ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ লুকমান হোসেন জানান, বাজারে প্রতিটি আড়ৎ এ (গুটি) আম বেচাকেনা শুরু হয়েছে। পবিত্র রোজার পরপরই পাকা আম বেচাকেনা শুরু হবে। পাশাপাশি এখানে আম বিক্রি করতে আসা বেপারী, এবং বাহির থেকে আম কিনতে আসা ব্যাপারীদের সব ধরনের সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা আছে।