ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০ এপ্রিল সকাল ছয়টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে। পদ্মা সেতুর বাম পাশে সার্ভিস লেন দিয়ে চলবে মোটরসাইকেল। স্পিড লিমিট থাকবে ঘন্টায় ৬০ কিলোমিটার। সেতুমন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেয়া হয়েছে।
কোনভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল আসতে পারবে না। সেতুমন্ত্রী বলেন, মোটরসাইকেল চলার জন্য নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। যদি নিয়ম না মানে তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছিল সরকার। ২৭ জুন ২০২২ সোমবার ভোর ৬টা থেকে এ নিষেধাজ্ঞা চালু আছে।