মঙ্গলবার , ২ মে ২০২৩ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

রনি সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণ দেখছে না বিএনপি

প্রতিবেদক
মো: সাইদুল ইসলাম সাইদ
মে ২, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি, গাজীপুর: বিএনপি কোনো কৌশলেই সিটি নির্বাচনে থাকবে না– দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্য রাখার দুদিন আগে গাজীপুরে মেয়র পদে সরকার শাহনুর ইসলাম রনির প্রার্থী হওয়াটা নতুন আলোচনার খোরাক জুগিয়েছে। রনির বিএনপিতে কোনো পদ নেই, তবে তার গোটা পরিবার দলটির রাজনীতিতে জড়িত আর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি নিজে ‘বিএনপি পরিবারের’ সদস্য বলেই নিজের পরিচয় দিয়েছেন। বিএনপির ঘোষণা হল, সিটি করপোরেশন নির্বাচনে তারা যাবে না, যদি কেউ অংশ নেয়, তাহলে তার বা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু রনির যেহেতু কোনো পদ নেই, তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ‘দরকার নেই’ বলে মনে করছে দলটি। গাজীপুর বিএনপির নেতৃত্বে থাকা একজন নেতা প্রতিবেদককে বলেছেন, তাদের দলের যে সিদ্ধান্ত, তা রনির ভোটে দাঁড়াতে বাধা হওয়ার কথা নয়। এ ক্ষেত্রেও যুক্তি হিসেবে তিনি রনির পদ না থাকার বিষয়টি তুলে ধরেছেন।

 

রনির চাচা বিএনপির গতবারের প্রার্থী হাসানউদ্দিন সরকার তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ‘কৌশলে’ মোকাবিলা করার কথা বলেছিলেন। রনিই সেই ‘কৌশল’ কি না, সে বিষয়টি তিনি স্পষ্ট করছেন না। আর রনির পক্ষে প্রকাশ্যে তার কোনো তৎপরতাও নেই। রনি বলেছেন, তার চাচা দলীয় কারণে যদি মাঠে নামতে না পারেন, তাহলে তার মান অভিমানের কিছু নেই। তার চাচার দোয়া তার ওপর আছে, এটিই যথেষ্ট। পদ নেই, তবে রনি ‘বিএনপিরই’ ২০১৮ সালের নির্বাচনে গাজীপুর সিটিতে বিএনপির প্রার্থী হাসানউদ্দিন সরকার তার চাচা। রনির বাবা নুরুল ইসলাম সরকারও বহু বছর ধরেই বিএনপির রাজনীতিতে জড়িত। ২০০৫ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টারকে প্রকাশ্যে গুলি করে হত্যার মামলায় তিনি মৃত্যুদণ্ডের রায় পেয়েছেন। দণ্ড এখনও কার্যকর হয়নি, তবে ১৮ বছর ধরে তিনি বন্দি। গাজীপুরে মেয়র পদে প্রার্থী ‘বিএনপি পরিবারের’ রনি সরকার ২০১৮ সালে রনি যখন তার চাচার হয়ে প্রচারে নামেন, তখন তিনি বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল করতেন। তবে সেই সংগঠনেও তার কোনো পদ ছিল না।

 

সেই নির্বাচনের পর তিনি সুইডেন চলে যান। সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নিয়ে স্ত্রী-সন্তানকে বিদেশে রেখে মাস ছয়েক আগে ফেরেন গাজীপুরের টঙ্গীতে। এরপর থেকে নানাভাবে নিজের আগ্রহের জানান দিচ্ছিলেন। রনির এই সিদ্ধান্তে তার পরিবারের যে সমর্থন আছে, সেটি স্পষ্ট। বিএনপি ভোটে আসবে না- এমন ঘোষণার মধ্যে গত ১৭ এপ্রিল হাসান সরকার এক ইফতার মাহফিলে বলেন, “দল সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগকে মোকাবিলা করব। দল সিদ্ধান্ত না নিলে আমরা কৌশল গ্রহণ করব। আওয়ামী লীগকে খালি মাঠে ছেড়ে দেওয়া হবে না।” ভাতিজার হয়ে নির্বাচন করবেন? – প্রতিবেদকের এই প্রশ্নে ২০১৮ সালে বিএনপির প্রার্থী বলেন, “এখন এ ব্যাপারে আমাদের কোনো কথা নাই। কথা হবে ৮ তারিখের পর।” আগামী ২৫ মের ভোট থেকে বৈধ প্রার্থীরা ৮ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।  তরে রনি প্রতিবেদককে বলেছেন, “বিএনপি আন্দোলনে আছে, তাদের আন্দোলনকে আসি সমর্থন করি। সঙ্গে সঙ্গে বলতে পারি, এই সরকারের প্রতি মানুষের যে আস্থা নেই এটা প্রমাণ করার সুযোগ এসেছে।

 

সেটা আমি সেটা করতে পারব আশাবাদী।” বিএনপির তৃণমূল ‘রনির সঙ্গেই’ বিএনপি ভোটে না গেলেও কর্মী সমর্থকদের পাশে পেতে আত্মবিশ্বাসী রনি সরকার। তিনি বলেন, “বিএনপিতে আমার পদ নেই। কিন্তু আমি তো বিএনপিই করি। আর আমার পরিবারও এই দলের সঙ্গে জড়িত। “বিএনপির তৃণমূল বলেন, সমর্থক বলেন, নেতা বলেন, সাধারণ মানুষ বলেন, সবার ভালোবাসা আমার প্রতি আছে। আমি সব সময় বলে আসছি সাধারণ মানুষের সমর্থনে আমি এগিয়ে এসেছি।” আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় তার বাবা নুরুল ইসলাম সরকারকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তা ষড়যন্ত্র বলে দাবি করেন রনি। তিনি বলেন, “বিএনপি নেতা, কেবল এই কারণে আমার বাবা ১৮ বছর ধরে কারাগারে বন্দি। টঙ্গীর মানুষ, গাজীপুরের মানুষ জানেন একটা মিথ্যা, বানোয়াট মামলায় আমার বাবাকে ফাঁসানো হয়েছে।” এ নির্বাচন নিয়ে বিএনপির নেতাদের সঙ্গে কোনো বৈঠক হয়েছে কি না, এই প্রশ্নে ‘না’ বলেন রনি।

 

বিএনপির সিদ্ধান্ত মানলে চাচা হাসান উদ্দিন সরকার তো প্রচারে অংশ নিতে পারবেন না, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রনি বলেন, “হাসান উদ্দিন সরকার আমাকে দোয়া করবেন, তিনি মাঠে না নামলেও তার সমর্থন তো আমার প্রতি থাকবে। তার দোয়াটাই আমার জন্য আলহামদুলিল্লাহ।” রনির জন্য ‘নিষেধ’ দেখছে না গাজীপুর বিএনপি নির্বাচন বর্জনে বিএনপির সিদ্ধান্ত গাজীপুরে রনির প্রার্থী হতে কোনো বাধা নয় বলে মনে করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান। প্রতিবেদককে তিনি বলেন, “স্থানীয় সরকার তথা সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপি অংশ নেবে না এটাই দলীয় সিদ্ধান্ত। তবে দলে তো তার (রনি) কোনো পদ নেই। তার প্রার্থী হতে বারণ কোথায়?” রনির মত বিএনপিপন্থিরা কাউন্সিলর পদেও ভোটে দাঁড়াতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রিয়াজুল হান্নান বলেন, “কাউন্সিলর পদেও নির্বাচনে অংশ নিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি-না সে ব্যাপারে সুষ্পষ্ট কোনো নির্দেশনা নেই।”

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD