শুক্রবার , ২৬ মে ২০২৩ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

বদলগাছীতে হঠাৎ মোটরসাইকেল চুরি হিরিক

প্রতিবেদক
মো: সাইদুল ইসলাম সাইদ
মে ২৬, ২০২৩ ১১:০৯ পূর্বাহ্ণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায়  হঠাৎ মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। সপ্তাহের ব্যবধানে দুটি মোটরসাইকেল  চুরি হয়েছে। ভুক্তভোগীদের দাবি, বাইকের মাথা লক করা থাকলেও কয়েক মিনিটের ব্যবধানে চুরি হয়েছে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করলেও চুরি যাওয়া মোটরসাইকেলের একটিও উদ্ধার হয়নি। বদলগাছী থানা এলাকার আড়াইল গ্রামের বাসিন্দা  সবুজ হোসেন বলেন, গত ২৩ শে মে দুপুর ১: ০৭ মিনিটে বদলগাছী আবহাওয়া অফিসের পাশে খরির আড়ৎ এর সামনে  লাল রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি রেখে শ্বশুর বাড়িতে ঢুকেছে।তার পাঁচ মিনিট পর এসে দেখে,তাহার সখের নতুন মোটর সাইকেলটি ওখানে নেই।পরে বদলগাছী এশিয়া মিষ্টান্ন ভান্ডার এবং হোটেলের সিসি ক্যামেরায় দেখা যায় ১:১২ মিনিটে সাদা টি শার্ট পড়া একটি যুবক মোটরসাইকেল নিয়ে দ্রত বদলগাছী পাহারপুর রোডে চলে যেতে দেখা যায়।
অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বদলগাছী থানায় একটি সাধারণ ডায়েরি করেন সবুজ হোসেন। তাছাড়া একই কায়দায় গত ২০ শে মে শনিবার সন্ধা ৭:৩০ মিনিটে হিরো ডিলাক্স ১০০ সিসি কালো রঙের মোটরসাইকেল সাদা রঙের টি শার্ট পড়া এক যুবক চুরি করে যেতে দেখা যায় মুস্তফী প্লাজার মার্কেটের সিসি ক্যামেরায়। এ বিষয়ে থানায় সাধারন ডায়েরী করেও চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ। ভুক্তভুগিদের চরম ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় থানা গেটের সামনে। গত ২৭/০৪/২৩ মধ্য রাতে মুস্তফী মার্কেটের পিছনের কাঁচি গেট কেটে চারটি দোকানের তালা কেটে টাকা ও মালামাল চুরির সময় নৈশ প্রহরীর চিৎকারে আশেপাশের লোকজন এসে একজন চোর কে আটক করে পুলিশে দেয়। একই মাসে চারমাথা গ্রীনলাইফ ফার্মেসির সামনে থেকে একটি সাইকেল চুরি হয়। যাহা পরে দোকানের সিসি টিভি ক্যামেরায় দেখা যায়।

চার মাথার দোকানদার মো আব্দুর রউফ বলেন কয়েক মাস আগে আমার দোকানের প্রায় দেড় লক্ষ টাকার মালামাল চুরি হয়। চুরি তো হতেই আছে।আমি মনে করি জনগন কে আরো সচেতন হতে হবে। মোটরসাইকেল চুরি বদলগাছীতে ছিলো না।এটা কেন হচ্ছে? এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক হয়ে এসব চুরি ছিনতাই নির্মুল করতে হবে। বদলগাছী সদর ইউনিয়নের মোটরসাইকেল চালক সাগর বলেন, যেভাবে মোটরসাইকেল চুরি হচ্ছে এতে সকলকে সাবধানতার সঙ্গে গাড়ি রাখতে হবে। কারণ, সিসি ক্যামেরার ফুটেজেও অনেক সময় চোরকে দেখলেও তাকে আটক করা সম্ভব হচ্ছে না। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ আতিয়ার রহমান বলেন,চুরি বেড়ে গেছে এমনটি নয়। তবে গাড়ির মালিকরা অনেক সময় যত্রতত্র ফেলে রাখে। তাদেরকেও সচেতন হতে হবে। আমরা নজরদারি  বাড়িয়েছি। জনগন কে সচেতনতার পাশাপাশি মাদক চুরি ছিনতাই নিয়ে কাজ করছে পুলিশ।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY AKATONMOY HOST BD