বগুড়া জেলা প্রতিনিধি: ২৫-০৫-২০২৩ রোজ বৃহস্পতিবার । বগুড়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে ৫০০ (পাঁচ’শ) পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িক গ্রেফতার করেছে এপিবিএন বগুড়ার একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার লাফাকুনা এলাকার মোঃ আব্দুর নূরের ছেলে মোঃ শহিদ আহম্মদ (৩২) এবং বড়পাথর এলাকার মৃত মোকাররম আলীর ছেলে মোঃ জিবার আহম্মদ (৪৬)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়া সদর উপজেলার ছিলিমপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ (পাঁচ’শ) পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।