শুক্রবার , ১৬ এপ্রিল ২০২১ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

সিরাজগঞ্জে পৌর শহরের বাইরে লকডাউন ও স্বাস্থ্যবিধি দুটিই উপেক্ষিত 

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ১৬, ২০২১ ৯:৫৯ অপরাহ্ণ

মাসুদ রেজাঃ করোনা ভাইরাসের বিস্তার রোধে দ্বিতীয় দফায় দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। । সিরাজগঞ্জে লকডাউনের তৃতীয় দিনে প্রথম দিন ও দ্বিতীয় দিনের তুলনায়  মানুষ ও যানবাহন  চলাচল একটু বেশি করেছে। কিছুকিছু দোকান পাট যে গুলা বন্ধ রাখার কথা সে গুলো এক সাটার করে খোলা রেখে কেনা বেচা করছে। পাশাপাশি অনেক দোকান মালিক সামনে তালা ঝুলানো রেখে ভিতরে কাজ করে যাচ্ছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকান গুলো সাটার তারাতারি বন্ধ করে দিয়ে সরে পড়ছে দোকানদাররা। এ যেন চোর পুলিশ খেলা চলছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে পৌর শহরে লকডাউন অনেকটা  মানা হলেও শহর তলীতে কোন প্রকার লকডাউন বা স্বাস্থ্যবিধি মানছেন না তারা। কোন দোকান পাট বন্ধ করা হয় না। এমনকি গ্রামাঞ্চলের এলাকাগুলোতে লক ডাউন মানার ধারের কাছেও যাচ্ছেন না। মানছেন না স্বাস্থ্যবিধিও। দেখে মনে হয়  দেশে  কোন করোনা ভাইরাস এবং  লকডাউনের কোন অস্তিত্ব নেই।
সিরাজগঞ্জের  ৯টি উপজেলার প্রতিটি পৌর শহর এলাকার মানুষের মাঝে লকডাউন মানার প্রবনতা যেমন দেখা যায় পৌর শহরের বাহিরে মানুষের মাঝে তেমনটা চােখর পড়ে না। অনেক মানুষ আছেন লকডাউন মানেই জানেন না। গ্রামের হাটে বাজারে মানুষের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি মানার প্রবনতা নেই বললে চলে। জিজ্ঞেস করলে বলে করোনা আমাদের ধরবেনা। হাট বাজার গুলিতে মানুষের উপচে পড়া ভীড়। এ যেন মানুষে মানুষে দলাদলি। কারো মুখে মাস্ক নেই,নেই সামাজিক দুরত্বের তোয়াক্কা।
 শুক্রবার( ১৬ এপ্রিল) লকডাউনের তৃতীয়  দিনে কঠোর অবস্থানে ছিল সিরাজগঞ্জ  জেলা প্রশাসন। এই লকডাইনে সিরাজগঞ্জ  জেলা জুড়ে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।  জরিমানাও করা হয়েছে অনেককে।কঠোর বিধিনিষেধ মেনে চলতে, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে এবং অকারণে শহরে প্রবেশ সীমিত করতে সিরাজগঞ্জের এসএস রোড ও মুজিব সড়কসহ অন্যান্য সংযোগ সড়কগুলো বন্ধ করে দিয়েছে জেলা পুলিশ।করোনা প্রতিরোধে এতকিছু করা হলেও সবই কিন্ত শহর ভিত্তিক।  হইতবা সাধারণ মানুষ একারণে  মনে করেন করোনা শুধু শহরে গ্রামাঞ্চলে নেই।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত
Design and Developed by BY REHOST BD