বুধবার , ৩১ মে ২০২৩ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

এরদোগানকে ফোন যা বললেন রাইসি

প্রতিবেদক
মো: সাইদুল ইসলাম সাইদ
মে ৩১, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গতকাল মঙ্গলবারের এ ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট গত রোববারের রান-অফ নির্বাচনে বিজয়ী হওয়ায় এরদোগানকে অভিনন্দন জানান। এ সময় রাইসি আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় ইরান ও তুরস্কের ভূমিকার ভুয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর স্বার্থে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করার আহ্বানও জানিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগানের নতুন মেয়াদে ইরান ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তাগত, সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক অতীতের চেয়ে আরও বেশি শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট।
রাইসি বলেন, দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ সহযোগিতা মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথকে আরও বেশি সুগম করবে। এ সময় তাকে অভিনন্দন জানানোয় ইরানের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে ইরান ও তুরস্কের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার কাজটি অতীতের চেয়ে জোরালোভাবে ও দ্রুততার সঙ্গে করা হবে। তিনি ইরান, তুরস্ক, রাশিয়া ও সিরিয়ার মধ্যে চতুর্পক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন। প্রসঙ্গত, রিসেপ তাইয়েপ এরদোগান গত রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তুর্কি নেতাকে অভিনন্দন জানিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত
Design and Developed by BY REHOST BD