উৎপল মোহন্ত : বগুড়া’র শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে দোকান থেকে খাবার কিনে দেওয়ার কথা বলে কৌশলে বাড়ির ছাদে ডেকে নিয়ে গিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় শিশু মা বাদী হয়ে শুক্রবার শুভ ( ২৪) নামের ঐ যুবকের বিরুদ্ধে সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ ওই সিএনজি চালক শুভকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত লম্পট যুবক হলো শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মল্লিকপুর ঠাকুরপাড়া গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে শুভ। অভিযোগ সূত্রে জানা গেছে,১৮ জুন, শুক্রবার সন্ধ্যায় পাশ্ববর্তী বাড়ির প্রবাসীর ৯ বছরের শিশু কন্যাকে লম্পট শুভ দোকান থেকে খাবার কিনে দেওয়ার কথা বলে তার নিজ মাটির বাড়ির দ্বিতীয় তলায় কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে লোকজন ছুটে এসে শিশুটিকে ধর্ষণের হাত থেকে রক্ষা করে। এ ব্যাপারে শিশুরটির মা ওই দিনই অভিযোগ দায়ের করে। রাতেই পুলিশ অভিযুক্ত সিএনজি
চালক শুভকে গ্রেফতার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে তাৎক্ষনিক ভাবে শুভকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির মায়ের দেয়া অভিযোগটি গ্রহণ পূ্র্বক নিয়মিত মামলা রুজু অন্তে অভিযুক্ত শুভকে আদালতের মাধ্যমে আজ শনিবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।