কুলিয়ারচর প্রতিনিধি: অবশেষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সেই মাদক ব্যবসায়ী আ.লীগ নেতা মোঃ দুলাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১৬এপ্রিল) দুপুর ২.৩০টার দিকে কুলিয়ারচর থানার এসআই কাজী রাকিবের নেতৃত্বে অভিযান চালিয়ে এই নেতাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর ২.৩০টার দিকে এসআই কাজী রাকিবের নেতৃত্বে এএসআই শাহাদাত ও গ্রাম পুলিশ লিটন চন্দ্র বিশ্বাসকে সাথে নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এই আ. লীগ নেতাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরও জানান, এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি মাদক আইনে মামলা রুজু হয়েছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর ২.৩০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার এসআই কাজী রাকিব ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ফরিদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র স্থানীয় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়ার (৪৫) বসত ঘর থেকে দুইটি বস্তাভর্তি (প্রতি বস্তায় পলিথিন এর ভিতর প্যাকেট করা ১লিটারের ১০ টি করে মোট ২০ লিটার) চোলাই মদ উদ্ধার করে।
এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা মোঃ দুলাল মিয়া পালিয়ে যায়। এলাকাবাসী জানান, চোলাই মদ উদ্ধারের ৩০ মিনিট আগে স্থানীয় এক কসাই মদের বস্তাগুলো ওই মাদক ব্যবসায়ীর নিকট বুঝিয়ে দিয়ে যায়। অবশেষে শুক্রবার দুপুর ২.৩০টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।