পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি : দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বেশির ভাগ রাস্তার অবস্থা বেহাল। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে মানুষজন। সরেজমিনে গিয়ে দেখা যায়, পাকুন্দিয়া সরকারি মহিলা কলেজ থেকে শুরু করে উপজেলা পরিষদ হয়ে থানার সামনে এবং বাজারের দক্ষিণ পাশে মলংশাহ মাজার পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। খানাখন্দে ভরপুর রাস্তায় সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিনিয়ত ঘটছে ছোটো-বড় নানা দুর্ঘটনা।
ব্যাটারী চালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ হচ্ছে সবচেয়ে বেশি। উপজেলা পরিষদ, থানা এবং পৌরসভা অফিসের সামনে দিয়েই চলে গেছে কিশোরগঞ্জ – ঢাকা আঞ্চলিক মহাসড়ক। রাস্তার অবস্থা দেখে মনে হয় এদিকে করো কোনো দৃষ্টি নেই। মাঝে মধ্যে সামান্য কিছু ঠিকঠাক করলেও ভারী যানবাহন চলাচলের কারণে ইট- পাথর উঠে জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে। তারমধ্যে একটু বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার হয়ে যায়।মানুষ শান্তি মতো চলাচল তো দূরের কথা, বাজারঘাটও ঠিকঠাক ভাবে করতে পারে না। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের সাথে কথা বললে তাঁরা বলেন,” ভোগান্তির কথা আমরা জানি। মানুষ খুব কষ্ট করছে। দ্রুতই এর ব্যবস্থা নেওয়া হব।