শনিবার , ২৪ জুন ২০২৩ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

নাটোরের নলডাঙ্গায় ঈদের ভিজিএফ চাল নিতে এসে ১৫ জন মারধরের শিকার

প্রতিবেদক
মো: সাইদুল ইসলাম সাইদ
জুন ২৪, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি  :  নাটোরের নলডাঙ্গা পৌরসভায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল নিতে এসে অন্তত ১৫ জন হতদরিদ্র ব্যক্তি মারধরের শিকার হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে পৌর ভবনের বারান্দায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নলডাঙ্গা থানাসূত্রে জানা যায়, আজ দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ৪৯৪ জন হতদরিদ্র ব্যক্তির মধ্যে ভিজিএফের চাল বিতরণ চলছিল। চাল বিতরণের তদারকি করছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম। এ সময় পূর্ববিরোধের জের ধরে পৌর মেয়র মনিরুজ্জামান সেখানে গিয়ে কাউন্সিলর শরিফুল ইসলামের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হন।একপর্যায়ে মেয়র ওই কাউন্সিলরের কয়েকজন সমর্থকের বিরুদ্ধে তালিকায় নাম না থাকার অভিযোগ তোলেন। হঠাৎ করেই মেয়র অভিযুক্ত কয়েকজনকে চড়থাপ্পড় মারতে শুরু করেন। এ সময় চাল নিতে আসা অন্যরা তাঁকে মারতে বাধা দিলে মেয়র ও তাঁর অনুসারীরা ধারালো ক্ষুর, লোহার পাইপ দিয়ে চাল নিতে আসা অন্তত ১৫ ব্যক্তিকে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হন সোনাপাতিল গ্রামের মনিরুল ইসলাম (২২), মিঠুন আলী (৩৫), রকি আলী (২৫) ও জেলার হোসেন (৩০)। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
কাউন্সিলর শরিফুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক কারণে আমার সঙ্গে মেয়রের বিরোধ রয়েছে। একটি মামলার কারণে মেয়র আমাকে দুই মাস ধরে ভাতা দেননি। তিনি আমার মাধ্যমে ভিজিএফ চাল বিতরণ করতে চান না। আমি জেলা প্রাশাসক ও ইউএনওকে বলে আমার ওয়ার্ডের দুস্থদের মধ্যে চাল বিতরণের উদ্যোগ নিয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে মেয়র ও তাঁর লোকজন আমার এলাকার লোকজনকে মারধর করে আহত করেন। কারও কারও বেশ কয়েকটি করে সেলাই দিতে হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য মেয়র মনিরুজ্জামান মনির কে  একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন ধরেননি। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম মুঠোফোনে  জানান, পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ নিয়ে কাউন্সিলর ও মেয়রের লোকজনের মধ্যে মারামারি হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। কী কারণে মারামারি, জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে কোনো পক্ষই লিখিত অভিযোগ থানায় জমা দেয়নি। তবে শুনেছি, কাউন্সিলরের কিছু লোকের কার্ড ছিল না। তবু তাঁরা চাল নিতে এসেছিলেন। মেয়র তাঁদের বাধা দিলে গোলমাল হয়।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

ধর্মপাশায় মিথ্যা অপহরণের অভিযোগে মানববন্ধন ও বহিস্কারের দাবি 

চাঁপাইনবাবগঞ্জে দুদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চাটখিলে টেলি-মেডিসিন এর মাধ্যমে মানসিক রোগীদের পরীক্ষামূলক চিকিৎসা সেবা প্রদান

বোয়ালখালীতে বিধি না মেনে অতিথি এনে গালিগালাজ 

সিরাজগঞ্জে ভাঙ্গা বেইলি ব্রীজেই চলাচল করছে ছোট, বড় ভারী যানবাহন

কলারোয়ায় ২২২০ জন পরীক্ষার্থীকে প্রথম ডোজের ফাইজার টিকা প্রদান করা হয়।

শেরপুরের ঝিনাইগাতীতে গাজাঁ সেবন ও ঘরে রাখার অপরাধে সাবেক ইউপি সদস্যকে বিনাশ্রম কারাদন্ড

নৌকা প্রতীকের পক্ষে সারাজীবন নির্বাচন করছি,এবারও করবো – এ্যাডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ 

পেকুয়ায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের কাজ শুরু

খুলনা বিভাগে করোনায় মৃত্যর সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে।

Design and Developed by BY REHOST BD