বেলকুচি প্রতিনিধি : সিরাজগঞ্জে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষীকি বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। গতকাল শুক্রবার (২৩ জুন ) সকালে বেলকুচি উপজেলার দলীয় কার্যালয় চত্বর থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপির নেতৃত্বে একটি শোভাযাত্রা বঙ্গবন্ধু স্কয়ার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, সাবেক সভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেলখোশ আলী প্রামানিক ও সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দলীয় কার্যালয় ও বঙ্গবন্ধু স্কয়ার সহ বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।