সখীপুর উপজেলা প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে ০২(দুই) জন ডাকাত গ্রেফতার এবং ০১টি প্রাইভেটকার, ০১টি রাম দা, ০১টি কাটার, ০১টি চাপাতি উদ্ধারঃ গতকাল ২৩/০৬/২০২৩ তারিখ রাত ০২:২৫ ঘটিকায় গোপন সূত্রে জানা যায়, ১০-১২ জনের একটি ডাকাত দল সখিপুর থানাধীন দেওবাড়ী বাজারের উত্তর পাশে মোঃ আলম মিয়ার দোকানের পিছনে মাটি ভরাটকৃত জায়গায় জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। তাৎক্ষণিক পুলিশ কর্মকর্তাদের অবহিত করে সখিপুর থানার এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে ২ জন ডাকাতকে গ্রেপ্তার করেন এবং তাদের হেফাজতে হতে ডাকাতির কাজে ব্যাবহৃত ১টি প্রাইভেটকার, ০১ টি দা,০১ টি চাপাতি, ০১ টি ভোল্ট কাটার উদ্ধার করেন।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের নাম নিম্নরূপ:
১। মোঃ বাবুল খান ওরফে বাবু (২৯) পিতা-মৃত আব্দুল লতিফ খান ওরফে হাকিম মাতা-রহিমা সাং-ঘোনাপাড়া থানা-শিবালয় জেলা-মানিকগঞ্জ
২। রাজিব শেখ (৩৫) পিতা-নুরু শেখ, মাতা-মৃত ছানোয়ারা সাং- নটখোলা থানা-সালথা, জেলা-ফরিদপুর।