সদর উপজেলা প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী আবু আফফান রোজ বাবু। আজ বেলা ১১টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্টান্ডে একটি ট্রাকের সাথে তাকে বহনকারী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন। তিনি সাতক্ষীরা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে একটি প্রাইভেটকার যোগে সাতক্ষীরা থেকে খুলনায় যাচ্ছিলেন সঙ্গীত শিল্পী রোজ বাবু। পথিমথ্যে কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাকের মুখেমুখি সংঘর্ষ হয়। এতে রোজবাবু ও চালক মোহাজ্জেম হোসেন বাকী আহত হন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বেলা ১২ টার দিকে মহাসড়কের কুমিরা কদমতলায় খুলনাগামী অপর একটি প্রাইভেট কারের সাথে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের ভিতরে থাকা এক যাত্রী গুরুতর আহত হয়। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়। চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।