পাঁচবিবি প্রতিনিধি : জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক জয়পুরহাটের পাঁচবিবি থানা এলাকা হইতে ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ নুরে আলম এর দিক নির্দেশনায় জয়পুরহাট জেলার পাঁবিবি থানা এলাকায় ২৪-০৬-২০২৩ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের,অফিসার ইনচার্জ জনাব শাহেদ আল মামুন এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন পিপিএম, এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন বাগজানা ইউপির অন্তর্গত পশ্চিম রামচন্দ্রপুর গ্রাম এলাকা হইতে ৫০(পঞ্চাশ) বোতল PHENSEDYLসহ আসামী মোঃ নুরনবী হাসান @ মুরাদ (২৬), পিতা-মোঃ সুজন আলী, সাং-পশ্চিম রামচন্দ্রপুর(বাঙ্গাল পাড়া), থানা- পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।