নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ৩ গরুচোরকে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা। ২৪ জুন (শুক্রবার) দিবাগত রাত দেবপাড়া ইউনিয়নের রুদ্রগ্রাম মাদ্রাসার সামনে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন,নবীগঞ্জ উপজেলার আউসকান্দি ইউনিয়নের সারজান উল্লার পুত্র জুয়েল মিয়া (২৮),মাধবপুর উপজেলার আন্দিউরা ইউনিয়নের মৃত মর্তুজ উল্লার পুত্র রাসেল মিয়া (২৮) ও মুর্শেদ উল্লার পুত্র মোস্তফা মিয়া (২৫)।
জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ২টায় আউসকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রাম থেকে ফিকআপ যোগে গরু চুরি করে পালিয়ে আসার সময় সঈদপুর প্রেট্রোল পাম্পের সামনে তাদের গাড়ি আটক করার চেষ্টা করে জনতা, কিন্তু তাদের বেরিকেট তোয়াক্কা না করে গরু নিয়ে পালিয়ে আসে রুদ্রগ্রাম মাদ্রাসার পাশে। এখানে তারা নিজেকে আত্মগোপন করতে গেলে মাদ্রাসার দপ্তরির চোখে পরে তাদেরকে। দপ্তরির সুর চিৎকারে গরু তিনটা রেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নাঈমা পেট্রোল পাম্পের সামনে জনতা তাদের আটক করে।
পরবর্তীতে ২৫ জুন (শনিবার) সকালে মাদ্রাসার দপ্তরি এবং পাম্প কর্তৃপক্ষ খবর দেন গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে এবং উক্ত ওয়ার্ড মেম্বার আজাদকে, খবর পেয়ে মেম্বার আজাদ ও ইনচার্জ শামসুদ্দীনের নির্দেশে এএসআই লুকেশ দাস সঙ্গীয় পোর্সসহ ঘটনাস্থলে আসেন, এবং পরে গরুর মালিক ও খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের গরু সনাক্ত করে।
দুপুর ১২টায় নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ এসআই গৌতম দাসকে সঙ্গীয় পোর্সসহ ঘটনাস্থলে পাঠান এবং পরে তারা আটককৃত তিনজনকে থানায় নিয়ে যান।