চাটখিল উপজেলা প্রতিনিধি : চাটখিলের রামনারায়ণপুর ইউপির কালিকাপুর গ্রামের বেগের বাড়ীতে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে হামলার শিকার হয়েছেন, রহিম ও বিনাই কৃঞ্চ নামের বিদ্যুৎ এর ২ কর্মকর্তা। স্থানীয় জাকির বেগ ৩৫ পিতাঃ মোশাররফ বেগ এর নেতৃত্বে হামলার ঘটনা ঘটে বলে জানা যায়, বিদ্যুৎ কর্মী রহিম সাংবাদিকদের জানান জাকির বেগদের নিকট ৩ মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।বকেয়া বিল আদায় করতে গেলে হামলাকারী জাকির বিল আদায়কারীদের জামার কলার ধরে টেনে হিঁচড়ে তা ছিঁড়ে ফেলে ও তাদের মারধর ও গালমন্দ করে।পরবর্তীতে খিলপাড়া বিদ্যুৎ অফিসে দা নিয়ে, বিদ্যুৎ কর্মকর্তাদের কোপাতে যায় জাকির বেগ ।