দেবহাটা উপজেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে প্রতিবছরের মতো দেবহাটার পারুলিয়া গরুহাট ময়দানে এবছরও জমে উঠেছে বিশাল কুরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিরও কোন কমতি ছিলনা। বিক্রেতারা অভিযোগ জানায়, এবছর কুরবানির হাটে গরুর দাম বেশ চড়াও। কিন্তু, ভালো বেচা-কেনা হওয়ায় বেশ ফুরফুরে মেজাজে আছে বলে একাধিক ব্যবসায়ীরা জানিয়েছেন। উপচে পড়া ভীড়ের মধ্যে ব্যাপক হারে চলছে দর কষাকষি ও বেচাকেনা। গতকাল রবিবার দুপুরে পারুলিয়া গরু হাট ময়দানে পশুর হাটে গিয়ে এমন দৃশ্য নজরে পড়ে।অল্প সময়ের মধ্যেই কাংখিত বাজেটের মধ্যে দেখে-শুনে কুরবানির পশু কিনতে চায় ক্রেতারা। বাজারের অধিকাংশ গরু মাঝারি ও বড় সাইজের ছাগল রয়েছে ক্রেতাদের পছন্দের শীর্ষে বলে ব্যবসায়ীরা জানান। অন্যান্য বছরের মতো এবছরও বড় এবং মাঝারি গরুর চাহিদা বেশি বলে জানা গেছে। পশুখাদ্যের দাম বেশি হওয়ায় বিক্রেতারা কম দামে পশু ছাড়তে নারাজ বলে জানান তারা। তবে দরদামে মিলে গেলে পশু নিয়ে ক্রেতারাদের হাট ছাড়ার দৃশ্যও ছিল চোখে পড়ার মতো।দুপুর থেকে বিকেল অবধি হাটে কোরবানির পশু ও ক্রেতা বিক্রেতায় কানায় কানায় পূর্ণ হওয়ার দৃশ্য ছিল চোখে পড়ার মতো।
তাছাড়া বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় এখনো পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় ক্রেতা বিক্রেতারা সন্তোষ প্রকাশ করে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।গতকাল বিকেলে হাটের ভেতরে প্রবেশ করে কিছু দূর যেয়ে শত-শত গরু, বেশ বড় বড় ও মাঝারি আকারের ছাগলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কতৃপক্ষ সুত্রে জানা গেছে, হাটে আসা বেশির ভাগ ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে মাঝারি আকারের গরু এবং বড় আকারের ছাগল। তবে একাধিক ব্যবসায়ী এবছর পশু খাদ্যের দাম অনেক বেশি হওয়ায় আশানুরূপ দাম পাচ্ছে না বলে অভিযোগ তুলে শেষ মুহূর্ত পর্যন্ত বেশি দামে বিক্রির চেষ্টা করবেন বলে জানিয়েছেন। অপরদিকে অধিকাংশ ক্রেতারা কোরবানির পশুর দাম অনেক বেশি বলে অভিযোগ করলেও শেষ মুহূর্ত হওয়ায় কেউ সুযোগ হাতছাড়া করতে চাচ্ছে না। একাধিক ক্রেতা মনের মতো পশু পেয়ে দাম একটু বেশি হলেও কিনতে পেরে বেশ দারুণ খুশি বলে জানান। প্রতি বছরের মতো এ বছরও ঈদুল এখানে পশু ক্রয় বিক্রয় করতে এসে এখন পর্যন্ত কোন অপ্রীতিকার ঘটনা কিংবা কেউ হেনস্তার শিকার হয়েছে এমন কোন খবর পাওয়া যায়নি। বরং সবাই হাসি মুখে পশু ক্রয়-বিক্রয় করছেন।