সোমবার , ২৬ জুন ২০২৩ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

হ্যান্ডকাফসহ ভারত পালিয়ে যাওয়া আসামী র‌্যাবের হতে গ্রেফতার

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
জুন ২৬, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  :  চাঁপাইনবাবগঞ্জের আলাতুলী এলাকায় হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামী মাসুদ রানা ও তার সহযোগীকে বিদেশী পিস্তুল এবং মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতারকৃত মাসুদ রানা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-আলাতুলী ইউনিয়নের কোদালকাটি গ্রামের নাজিবুল ইসলাম ওরফে নাজিবুরের ছেলে।আজ সোমবার (২৬ জুন) ভোর ৫টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর-আষাঢ়িয়াদহ ইউনিয়নের বাড়িনগর গ্রাম থেকে তাকেসহ তার সহযোগি ইলিয়াসকে গ্রেফতার করা হয়।এ সময় মাসুদের কাছ থেকে একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, একটি হ্যান্ডকাফ ও ৮’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৪ মে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ মাদক মামলার আসামী মাসুদ রানা পালিয়ে যায়। এদিকে গতকাল রবিবার র‌্যাবের আভিযানিক দল জানতে পারে পলাতক আসামী মাসুদ রানা তার সহযোগি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের বাড়িনগর গ্রামের ইলিয়াসের বাড়িতে অবস্থান করছে।এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি কোম্পানীর আভিযানিক দল রবিবার গভীর রাতে দূর্গম চরাঞ্চলে পৌছে প্রযুক্তির সহায়তায় ইলিয়াসের বাড়ি সনাক্ত করে।পরে আজ সোমবার ভোর ৫টার দিকে এলাকাবাসীর সহায়তায় ইলিয়াসের বাড়ি তল্লাশী শুরু করলে পলাতক মাসুদ রানা ও ইলিয়াসকে একটি ঘর থেকে অবৈধ অস্ত্র, হেরোইন ও হ্যান্ডকাফসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গোদাগাড়ি থানায় অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD