হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে সাড়ে ১২ কেজির একটি বোয়াল মাছ ধরা পরেছে বলে জানা গেছে। উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের শ্যামল হালদারের ভেশালে মাছটি ধরা পরে।
মাছ ব্যবসায়ীরা জানান,গতকাল রোববার দিবাগত মধ্য রাতে হারুকান্দি ইউনিয়ন সংলগ্ন পদ্মায় মাছটি ধরা পরে। পরে সকালে শ্যামল হালদার মাছটি হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ট্রলারঘাট মৎস্য আড়ৎ এ নিয়ে আসেন। আড়ৎ থেকে সাড়ে ১২ কেজি ওজনের মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার ও বয়ড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য সুমন রাজবংশী রাধু।
সুমন রাজবংশী বলেন, “সোমবার ভোরে পদ্মা নদীতে শ্যামল হালদারের ভেশাল জালে বোয়াল মাছটি আটকা পড়ে। আমি আড়তদার হওয়ায় বেশি দামাদামি করেনি শ্যামল। ১৩ হাজার দুইশ টাকায় মাছটি আমাকে দিয়েছে। আমি খাওয়ার জন্য মাছটি নিয়েছি। আড়তের কাজে ব্যস্ত থাকায় মাছটি পবন ও তপার কাছে রেখেছি। তবে আরো বেশি দামে অনেকে কিনতে চেয়েছেন “।