বেলকুচি প্রতিনিধি : বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতির বহিস্কার আদেশ প্রত্যাহারের পর গাড়ীর বহর নিয়ে এলাকায় ফিরলেন ছাত্রলীগ নেতা রবিন হাসান রকি।সোমবার সকাল ১২টায় ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সায়দাবাদ এলাকায় পৌঁছলে ছাত্রলীগ নেতা রকিকে ফুলেল সংবর্ধনা দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে শত শত নেতাকর্মীকে সঙ্গে করে গাড়ীর বহর নিয়ে এনায়েতপুরের খাজা ইউনুস আলী (র:)’র মাজার জিয়ারত করেন। পরে বেলকুচি উপজেলায় ফিরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দলীয় কার্যালয়ে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রলীগের সভাপতি আখতার হামিদ, সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ উৎস প্রমুখ।প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ১০ এপ্রিল বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকিকে সাময়িক বহিষ্কার করা হয়। গত ২৪ জুন ছাত্রলীগ কেন্দ্রীয় রকির বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেন। আজ তিনি ঢাকা থেকে সিরাজগঞ্জের বেলকুচিতে পৌঁছলে দলীয় নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।