উপজেলা সংবাদ প্রতিনিধি : জিমন্যাসিয়ামে জিম করার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাকিব (১৮) নামক এক যুবকের মৃত্যু হয়ছে। গতকাল ২৬/০৬/২০২৩ সোমবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুর হাট সংলগ্ন ” নিরব” জিমন্যাসিয়ামে এ ঘটনা ঘটে।নিহত রাকিব চর আদর্শ কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র এবং চরফরাদী গ্রামের রবিউলের ছেলে। জানা যায়, বেশ কিছু দিন আগে সে” নিরব” জিমনেশিয়ামে ভর্তি হয়ে নিয়মিত জিম করে আসছে। গতকাল জিম করার সময় হঠাৎ সে অসুস্থ হয়ে ঢলে পড়লে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: মিঠুন রানা তাকে মৃত ঘোষনা করে।
জিমনেশিয়ামটি আবদ্ধ ঘরে অপরিকল্পিত ভাবে গড়ে তোলা হয়েছে। এখানে নেই কোনো প্রশিক্ষক। প্রত্যেকে নিজের ইচ্ছে মতো যন্ত্রপাতি ব্যবহার করে ব্যায়াম করে থাকে। পর্যাপ্ত আলো বাতাসের ব্যাবস্থা না থাকায় এর ভেতরের আবস্থ ব্যায়ামের অনুপযোগী বলে মনে হয়েছে।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান সুমন জানা, যেহেতু ছেলেটির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে চিকিৎসক বলেছেন এবং পারিবারিক কোনো অভিযোগ নেই, তাই পরিবারে কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।