সাতক্ষীরা সদর উপজেলা : পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় সাতক্ষীরা আবাদের হাটে এ বছরও জমে উঠেছে বিশাল কুরবানির পশুর হাট। ক্রেতা -বিক্রেতাদের উপস্থিতিরও কোন কমতি নেই। বিক্রেতারা জানায়, এ বছর কুরবানির হাটে গরুর দাম বেশ চড়াও হওয়ার কারনে ভালো বেচা-কেনা হওয়ায় বেশ ফুরফুরে মেজাজে আছে বলে একাধিক ব্যবসায়ীরা জানিয়েছেন। উপছে পড়া ভীড়ের মধ্যে ব্যাপক হারে চলছে দর নিয়ে বার্গেটিং এবং সেই সাথে চলছে ব্যাপক হারে বেচাকেনা। আজ ২৭ জুন২০২৩ মঙ্গলবার দুপুরে আবাদের গরু হাট ময়দানে গিয়ে এমন দৃশ্য নজরে পড়ে।অল্প সময়ের মধ্যেই কাংখিত মূল্যে দেখে-শুনে কুরবানির পশু কিনতে চায় ক্রেতারা। বাজারের অধিকাংশ মাঝারি ধরনের গরু ও বড় সাইজের ছাগল রয়েছে ক্রেতাদের পছন্দের শীর্ষে বলে ব্যবসায়ীরা জানান।অন্যান্য বছরের মতো এবছরও বড় এবং মাঝারি গরুর চাহিদা বেশি বলে জানা গেছে।
পশুখাদ্যের দাম বেশি হওয়ায় বিক্রেতারা কম দামে পশু ছাড়তে নারাজ বলে জানান তারা।তবে দরদামে মিলে গেলে পশু ক্রয় করে নিয়ে ক্রেতারাদের হাট ছাড়ার দৃশ্যও ছিল চোখে পড়ার মতো। দুপুর থেকে বিকেল অবধি হাটে কোরবানির পশু ও ক্রেতা বিক্রেতায় কানায় কানায় পূর্ণ হওয়ার দৃশ্য ছিল চমৎকার। তাছাড়া বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় এখনো পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় ক্রেতা বিক্রেতারা সন্তোষ প্রকাশ করে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।গতকাল বিকেলে হাটের ভেতরে প্রবেশ করে কিছু দূর যেয়ে শত-শত গরু, বেশ বড় বড় ও মাঝারি আকারের ছাগলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।