জেলা প্রতিনিধি : গত ২৪ তারিখ রাতে অপহরণ মামলার আসামি গ্রেফতার কে কেন্দ্র করে শেরপুরের কুলুরচর বেপারীপাড়ায় এলাকায় জামালপুর পুলিশ কর্তৃক নিরীহ একাধিক এলাকাবাসী কে মারধর ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেন কুলুরচর এলাকাবাসী।গত ২৫ জুন রবিবার জামালপুর শহরের চালাপাড়া পাইলিং রোডে শতাধিক পুরুষ মহিলা মিলে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করেন।মানববন্ধনে বক্তারা জানান গত ২৪ তারিখ রাতে কুলুরচর গ্রামে ওয়ারেন্ট ভুক্ত অপহরন মামলার আসামিকে গ্রেফতার করতে আসেন জামালপুর সদর থানা পুলিশ।আসামি পুলিশের হাত থেকে পালিয়ে যাই।পুলিশ আসামিকে ধরতে না পেরে ক্ষিপ্ত হয়ে গ্রামের নিরীহ উৎসুক জনতাকে মারধর করে গ্রেফতার করেন,গ্রেফতার কিতরা হলেন ১.মোঃ জিয়েল মিয়া (৬০) পিতা মোঃ হাকি সরকার ২. ছাইদুর (৫০) পিতা মৃত ইংরেজ আলী ৩. হালিমা (৩৫) পিতা হাইদর আলী ৪. মন্টু (৫৫) পিতা মৃত কালু ৫.হাফিজুর ( ৫০)।মানববন্ধনে উপস্থিত বক্তারা পুলিশের এমন অপেশাদার আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এ বিষয়ে জামালপুর সদর থানা অফিসার ইনচার্জ কে ফোন দেওয়া হলে সে ফোন রিসিভ করে নাই।