ইসলামপুর প্রতিনিধি : মঙ্গলবার (২৭ই জুন) মধ্যরাতে এক কৃষকের বাসগৃহ ও সঞ্চিত গোলা ভর্তি ধান পুরে ছাই হয়ে যায়। চিনাডলি ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত পূর্ব বামনা,ছোট দেলিপাড় গ্রামে,মোঃ হবিবর প্রধানের বাড়িতে আগুন লেগে দুইটি ঘর নিঃশেষ হয়ে যায় আগুনের সূত্রপাত ও সঠিক সময় না জানা গেলেও রাত ১২:০০ ঘটিকায় এই ভয়াবহ অগ্নিসংযোগ সবার নজরে আসে বলে জানিয়েছেন মো:হবিবর প্রধান।স্থানীয় লোকজন বিভিন্ন কৌশল ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পাশাপাশি যোগাযোগ করে অগ্নি দমকল কর্মীদের সাথে। যোগাযোগের প্রায় ২০ মিনিট পরে অগ্নি দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়।তাদের প্রায় ৩০মিনিটের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বাসগৃহ দুটি পুরে গেলেও নিরাপদে স্থানান্তর করা যায় মূল্যবান কিছু জিনিস।বলে জানিয়েছেন মো:হবিবর প্রধান পেশায় তিনি একজন কৃষক,যাদের রুজি মানেই ধান চাষ,কিন্তু যখন এই অক্লান্ত পরিশ্রমের সঞ্চয়কৃত গোলাভরা ধান পুরে ছাই হয়ে যায় তখন সে কৃষকের কষ্ট ও দুঃখের অন্ত থাকেনা। একজন কৃষকের সবচেয়ে বড় সফলতা তার ফসল,আর এই সফলতায় যখন অগ্নি সংযোগ হয়,তখন আর হারাবার মতোও কিছুই থাকে না।