জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে চুরি হয়ে যাওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার তারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গ্রেফতাররা হলেন- জুয়েল রানা (৩০), সোহেল (৩০), রফিকুল ইসলাম (১৯), শিপন হোসেন (২২), হামিদুল ইসলাম ওরফে বুলেট (২১)। তারা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলার আসামি। সবাই জয়পুরহাট ও বগুড়ার বাসিন্দা।
শাহেদ আল মামুন বলেন, গতকাল রোববার (২৫ জুন) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল ও দুঁপচাচিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ১০ কেজি তামার তার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের মামলায় ১০ কেজি তামারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা তালিকাভুক্ত চোরচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরিসহ অন্যান্য মামলা রয়েছে, যা বিভিন্ন আদালতে বিচারাধীন। আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।