ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা কোটপাড় এলাকা থেকে রোজিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ। রবিবার দুপুরে তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে থেকে ঐ গৃহবধূর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভাঙ্গা থানায় নিয়ে আসে। গৃহবধূর বাড়ি ও স্বামী হাফিজুর রহমানের বাড়ি তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি একই গ্রামের গিয়াসউদ্দিন ফকিরের মেয়ে।পুলিশ ও এলাকা সুত্রে জানা যায়, গৃহবধু রোজিনা দীর্ঘ দিন ধরে ভাঙ্গা টাউন খন্দকার টাওয়ারের ৪র্থ তলায় স্বামীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। গতকাল শনিবার রাতে টিভি দেখা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রুমের জানালা গলায় ফাঁস অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর ঘটনা রহস্য জনক মনে হচ্ছে।
৪র্থ তলার জনৈক মহিলা ভাড়াটিয়া জানায়, সকালে শুনতে পারি অসুস্থ হয়ে রোজিনা মারা গেছে। তার এক ছেলে ১০ম ও এক মেয়ে ৪র্থ শ্রেণিতে পড়ে।এলাকাবাসী জানায়, কাউকে না জানিয়ে লাশ গ্রামের বাড়ি নিয়ে আসে। তবে জানালার উচ্চতা ৭ফুট কিভাবে সে ফাঁস দিল। হাফিজুর নিজেকে বাচাঁতে আত্মহত্যার নাটক সাজিয়েছে।ভাঙ্গা থানার এস,আই আলমগীর জানান, গৃহবধূ মারা যাওয়ার পর তার লাশ তড়িঘড়ি করে গ্রামের বাড়ি নিয়ে আসে। আমরা সেখান থেকে তার লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন জানা যাবে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মৃত্যু ঘটনা রহস্য জনক।