সোমবার , ৩ জুলাই ২০২৩ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

আবারও বাড়ছে পানি উৎকন্ঠা ও আশন্কায় মানুষ প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
জুলাই ৩, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ

জগন্নাথপুর প্রতিনিধি : কয়েকদিন যাবত টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা, সুরমাসহ সবকটি নদ-নদী ও হাওরে পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। বাংলাদেশের উত্তর পুর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার নলজুর নদী। নদীটির দৈর্ঘ্য ৪০ কিলোমিটার, গড় প্রস্থ ৯৬ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড “পাউবো” কর্তৃক নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাাঞ্চলের নদী নং ৪৩। জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাংলাবাজার এর উপর দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদী থেকে জগন্নাথপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে সুনামগঞ্জ জেলার মহাসিং নদী হয়ে সুনামগঞ্জের সুরমার সাথে যুক্ত হয়েছে। বর্ষাকালে উপজেলার অন্যান্য ইউনিয়নের লোকজনের উপজেলা সদরের সাথে যুক্ত হওয়ার অন্যতম মাধ্যম এই নদী। একসময় এ নদী দিয়ে লঞ্চ, বড় বড় নৌযান চলাচল করত। এখন এটি নদী না খাল চেনার কোন উপায় নেই।

গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১৫০.০ মি.মি. এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ১৩১.০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে।আগামী ৭২ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফলে জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চল হাওর পাড় এলাকায় বসবাসকারী মানুষ বন্যার আশঙ্কার মধ্যে সময় পার করছেন। এছাড়াও উপজেলায় অনেক ঘর বাড়িসহ মসজিদ ইতোমধ্যেই প্লাবিত হয়েগেছে উপজেলার বেশ কয়েকটি ঘর বাড়ীও রাস্তাঘাট।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সোমবার ৩ জুলাই জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর পানি ০.১ সেন্টিমিটার কমে ৬. ৫২ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এ সময় এ অঞ্চলের কতিপয় নদ-নদীর যাদুকাটা,সুরমা,কুশিয়ারা, সারিগোয়াইন,সোমেশ্বরি পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।  এদিকে, বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তা সরকারের পক্ষ থেকে মোকাবেলার প্রস্তুতি রয়েছে বলে জানান সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। তিনি বলেন, “বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা দেখা দিলে, সরকারের তরফ থেকে পর্যাপ্ত খাদ্য সহায়তা মজুদ রয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD