চাটখিল উপজেলা প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর চাটখিলের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ঐ ব্যবসায়ী উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের আবু তোরাব নগরের কাজী ফখরুল ইসলাম হুমায়ুন (৬৫)। এই দূর্ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতাম। নিহত হুমায়ুনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম ফারুক রোববার (২ জুলাই) বিকেলে জানান,গত ৯ জুন (শুক্রবার) সন্ত্রাসীরা হুমায়ুনের দক্ষিণ আফ্রিকা ব্যাক ফান্ড খালেছ দাল শহরের বাসায় ঢুকে তাকে গুলি করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জুন ( শুক্রবার) বিকেলে মৃত্যু বরণ করেন।গতকাল রোববার রাতে তার মরদেহ ঢাকায় আসবে। আজ সোমবার সকালে নিহত কাজী ফখরুল ইসলাম হুমায়ুনের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েও এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে যান