কসবা প্রতিনিধি : কসবা উপজেলা বায়েক ইউনিয়ন নযনপুর বাজারে জীবন ভূইয়া মার্কেট সংলগ্ন মিডটাউন ফিজিও থেরাপি সেন্টার ডাক্তারের ভুল চিকিৎসায় নয়নপুর পশ্চিম পাড়ার আল-আমীন নিজ বাড়ীতে চিকিৎসা অবস্থা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গতকাল রবিবার ( ২ জুলাই) নিজ বাড়ীতে ব্যাথার যন্ত্রণায় ছটফট করতে দেখা যায়। এছাড়া রোগীর পরিবার অভিযুক্ত চিকিৎসকের নামে কসবা থানায় একটি অভিযোগ করেছে। স্ত্রী খাদিজাতুল কুবরা দায়ের করা অভিযোগ সূত্রে জানায় যায়, গত তিন দিন পূর্বে নয়নপুর রোডে মিডটাউন ফিজিও থেরাপি সেন্টার কর্তব্যরত ডাক্তার একই ইউনিয়নের বায়েক গ্রামের লতিফ মেম্বার ছেলে ডাক্তার তানভীর কাছে আল আমিন সমান্য ব্যাথা জনিত সমস্যা জন্য চিকিৎসা নিতে গেলে তাকে হিজামা থেরাপি দিতে হবে বলে আল-আমীনের পিঠে থেরাপি দেয়। থেরাপি দেওয়ার পর সাথে সাথে আল আমিনের সমস্ত পিঠ লাল বর্ণ হইয়া রক্তাক্ত হইয়া পরে।
আল আমিন স্ত্রী খাদিজা সাংবাদিকদের আরও বলেন- আমার স্বামীর শরীর এমন অবস্থার হওয়ার কারন জিজ্ঞাসা করিলে মিডটাউন ফিজিও থেরাপি সেন্টার কর্তব্যরত ভুয়া ডাক্তার তানভীর কোন কিছু জবাব না দিয়া আমাদের জানায় যে, আমার স্বামীকে যে কোন সরকারী হাসপাতালে নিয়া চিকিৎসা করানোর জন্য ভুয়া ডাক্তার তানভীর আমার স্বামীকে ভুল চিকিৎসা করে মৃত্যুর দিকে ঠেলিয়া দিয়াছে। আমি আমার স্বামীকে জরুরী ভিত্তিতে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া চিকিৎসার জন্য ভর্তি করিলে কসবা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আমার স্বামীর অবস্থা খারাপ দেখিয়া আমার স্বামীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আমের স্বামীর মৃত্যুর সাথে পাঞ্জা লড়িতেছে।যে কোন সময়ে আমার মৃত্যু ঘটিতে পারে। তার এ অপচিকিৎসার কারণে এলাকার অনেক মানুষ শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। চিকিৎসার নামে ভুয়া ডাক্তার তানভীর আমার স্বামীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ও হয়রানি করছে, প্রশাসনের উচিত এখনই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।