বুধবার , ৫ জুলাই ২০২৩ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

বি‌য়ে অনুষ্ঠা‌নে কাঁচা মরিচ না দেয়ায় বর ক‌নে প‌ক্ষের সংঘ‌র্ষে; আহত ১৫

প্রতিবেদক
মো: সাইদুল ইসলাম সাইদ
জুলাই ৫, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি : আবদুল কাইউম,পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফ‌লে বি‌য়ে অনুষ্ঠা‌নে কাঁচা মরিচ ও সালাদ না দেয়া‌কে কেন্দ্র ক‌রে বর ও ক‌নে প‌ক্ষের সংঘ‌র্ষে অন্তত ১৫ জন আহত হ‌য়ে‌ছে। গুরুতর আহত দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।আগামীকাল মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন কনক‌দিয়া ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান মোঃ শা‌হিন হাওলাদার।
আহতরা হলেন,ম‌তি হাওলাদার (৭০), মোঃ জিসান(১০), ফি‌রোজ হাওলাদার (১৮), সা‌লেহা বেগম(৭০), মা‌লেক হাওলাদার (৪০), মঃ হাচিব (৯), মোঃ রফিক মিয়া , মোঃ মিজান ও খা‌লেক হাওলাদারসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।আহতরা জানান, কুম্ভখালী গ্রামের মোঃ নিজাম মিয়ার ছেলে মোঃ মেহেদী হাসা‌নের সা‌থে একই গ্রামের বকু ফ‌কি‌রের মেয়ের সা‌থে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়।মঙ্গলবার বিকালে ছেলে পক্ষ বরযাত্রী নি‌য়ে মেয়ের বাড়িতে অনুষ্ঠানে যায়। এ সময় খাবার টে‌বি‌লে মাছ মাংশ পোলাও দি‌লেও সেখা‌নে কাঁচা মরিচ ও সালাদ দেয়া হয়‌নি। পরে বরযাত্রী পক্ষের লোকজন খাবার টেবিলে কাঁচা মরিচসহ সালাদ চেয়ে বসে। এ বিষয়‌টি নি‌য়ে মেয়ে পক্ষের সা‌থে ছে‌লে প‌ক্ষের বরযাত্রীদের  কথা কাটাকা‌টি হয়। কথা কাটাকা‌টির এক পর্যা‌য়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোঠা নি‌য়ে সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়েন। যা চলে প্রায় ৩ ঘন্টা পর্যন্ত। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হবার খবর পাওয়া গে‌ছে। আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
বাউফল উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের চি‌কিৎসক ডাঃ মিরাজুল ইসলাম জানান, আহত দুইজনকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে।  অন্য আহত অনেকেরই চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। বগা পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সোহেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।  তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। এছাড়া অপর আহত র‌ফিক ও মিজান‌কে ব‌রিশা‌ল হাসপাতা‌লে রেফার ক‌রা হ‌য়ে‌ছে ব‌লেও  জানান তিনি।কনক‌দিয়া ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান মো. শা‌হিন হাওলাদার বলেন, বিয়ে বাড়িতে সালাদ নিয়ে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ নিয়ে আসেননি।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

মিরসরাইয়ে চার পা নিয়ে একটি শিশুর জন্ম

কুলিয়ারচরে রামদী ইউপি নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন, নৌকার বিজয়

মাস্টার্স পরীক্ষা দেওয়া হল না রূপসার সালমানের, পিটিয়ে হত্যা করা হলো চোর অপবাদে

মোংলায় তেলের ট্যাংকারে আগুন, নিহত-১ আহত-১।

 দিনাজপুরের চিরিরবন্দরে চুরির দায়ে ইউপি সদস্যসহ ৪ জন গ্রেফতার

পাবনা ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।

নন্দীগ্রামের বুড়ইল ইউপিতে জিয়াউর রহমান জিয়া চেয়ারম্যান নির্বাচিত

সরকারি স্কুলে লটারিতে নির্বাচিতদের ভর্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে বারহাট্টা উপজেলায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন

২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

Design and Developed by BY REHOST BD