উপজেলা প্রতিনিধি : নীলফামারীর ডোমারে লোকাল বাসের সাথে সংঘর্ষে রাসেলে ইসলাম (২৫) নাম এক যুবকের মৃত্যু হয়েছে। বোনের বাসা থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।গতকাল মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার হরিনচড়া ইউনিয়নের হংসরাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিমপার্শ্বে এ ঘটনা ঘটে।এদিকে এ ঘটনায় প্রায় একঘন্টা নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে অবরোধ তুলে নেন তারা।
রাসেল ইসলাম সোনারায় ইউনিয়নের বড়গাছা ঘোনপাড়া এলাকার রহিদুল ইসলামের ছেলে। এক মাস আগে তার বিয়ে হয়েছে বলে জানা গেছে।
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এছাড়াও বাসটি দ্রুত গতিতে চলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস রেখে চালক ও হেলপার পালিয়েছে। স্থানীয়রা দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেছিল। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছি।