স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের অন্তর্গত পানিয়া বাড়ী গ্রামে জনসার্থের একটি জনবহুল রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে জৈনিক ফারুক প্রামানিকের বিরুদ্ধে। সরজমিনে গিয়ে জানা যায় পানিয়াবাড়ী গ্রামে অতি পূরনো এই রাস্তাটি অকেজো হয়ে স্থানীয় বাড়ী ওয়ালদের দখলে ছিল। দির্ঘদিন পর সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এস,ডি,এফ ) ৫ টাকার সমিতি নামে একটি সংস্থ্যা রাস্তাটি দখল মুক্ত করে মানুষের চলাচলে জন্য সংস্থার নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দেয়। ফারুক তার ব্যাক্তিগত চলাচলের সুবিধার জন্য অর্ধরাস্তার বেশি তার দখলে রেখে বাকী রাস্তা সে খনন করে পুকুর গর্বে বিলীন করে ব্যক্তিগত দখলে রেখে সেই পুকুরে তার ব্যক্তিগত ডাইং এর কেমিক্যাল যুক্ত পানি রেখে পরিবেশ দূষনের পাশাপাশি দখলকৃত রাস্তায় গাছ রোপন করে।
গ্রামবাসী রাস্তা দখল মুক্ত করতে বললে ফারুক সেই গাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ করে এবং বাকী রাস্তা পুকুর গর্বেবিলিন অবস্থায় থাকে। বর্তমান রাস্তাটি দিয়ে রিক্সা ভ্যান সহ মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে প্রায় ৫০টির অধিক পরিবারের নিয়মত চলাচল করতে পারছেন না বলে জানান। স্থানীয় গ্রামবাসী সাথে কথা বলে জানা যায় যে পানিয়াবাড়ী গ্রামটি কৃষি নির্ভরশীল হওয়ায় ধান রোপন থেকে শুরু করে ধান কর্তন করা পর্যন্ত। গ্রামের প্রায় ৫০ ভাগ মানুষ রাস্তাটি ব্যবহার করতো। এখন রাস্তাটি বন্ধ হওয়ার কারনে গ্রামবাসী খুব সমস্যায় পড়েছেন বলে জানান। এবং খুব দ্রুত রাস্তাটি দখল মুক্ত করে গ্রামবাসীর চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন গ্রামবাসী।