ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় এক কুয়েত প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।গতকাল ৪ জুন বুধবার আনুমানিক একটার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের সাওথার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা যায় কালামৃধা বাজার থেকে কুয়েত প্রবাসী ওবায়দুর রহমান বাড়ি যাওয়ার পথে অটোর গতি থামিয়ে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী হামলা চালায়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।এই বিষয়ে ওবায়দুর রহমান বলেন, আমি বাজার থেকে অটো যোগে বাড়ি ফেরার পথে আমার বহন করা অটো থামিয়ে মহাসিন তোফা নাঈম হবে নির্জন ২০ থেকে ২৫ জন অস্ত্র দিয়ে আমার উপর হামলা চালায় পরে আমি অজ্ঞান হয়ে যাই। এই সন্ত্রাসী গোষ্ঠী এর আগেও আমাকে একাধিকবার হুমকি দিয়েছে। আমি চাঁদা না দেওয়ায় এই হামলা। আমি দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।ভাঙ্গা থানার (ওসি তদন্ত) জুয়েল রানা বলেন আমার শুনেছি সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে অভযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।