বৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

ঝিনাইদহে পাটক্ষেত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় সনাক্ত

প্রতিবেদক
মো: সাইদুল ইসলাম সাইদ
জুলাই ৬, ২০২৩ ২:০৬ অপরাহ্ণ

 জেলা প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের উত্তরপাড়া ঝিনাইদহ মাগুরা বিশ্বরোড সংলগ্ন মাঠ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের গলাকাটা লাশের পরিচয় মিলেছে। তার নাম মোঃ সাকিব(২১), সে উদয়পুর লস্কর পাড়ার ওসমান লস্করের নাতি। নিহত সাকিবের পিতার নাম শামিম হোসেন। বুধবার রাতে ঝিনাইদহ আঞ্জুমানে মফিদুল ইসলামের অফিসে এসে তার নানা ওসমান লস্কর সাকিবের লাশ সনাক্ত করেন এবং দাফনের জন্য নিয়ে যান।
পুলিশ জানায় গত সোমবার সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের পাটক্ষেতে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে।সাকিবের নানা ওসমান লস্কর জানান, গত কয়েক বছর আগে সাকিবের মায়ের সঙ্গে তার বাবার বিচ্ছেদ হয়ে যায়। ফলে অভিভাবকহীন সাকিব বখাটে হয়ে খারাপ সঙ্গে মিশতে শুরু করে। সাকিব প্রায়ই বাড়ি থেকে দুই তিন দিন উধাও হয়ে থাকতো। কখনো বাসায় আসতো আবার কোন দিন আসতোনা। তিনি আরো জানান, গত শনিবার দুপুরের খাবার খেয়ে সাকিব বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ঘটনার একদিন পর আড়ুয়াকান্দি গ্রামে তার গলাকাটা লাশ পাওয়া যায়।
ঝিনাইদহ সদর সাকর্লের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, নারী ঘটিত কারণে এই হত্যাকান্ড হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। তিনি আরো বলেন, সাকিব হত্যার সঙ্গে জড়িতেদের গ্রেফতার ও হত্যার মোটিভ উদ্ধার করতে অভিযান চলমান আছে। খুব দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD