ভূঞাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে চিতুলিয়া পাড়াসহ প্রায় বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতিমধ্যে ভাঙনের কারণে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের হাজারো মানুষ। চোখের সামনে নিমিষেই ভেঙে যাচ্ছে বসত-ভিটা, ঘরবাড়ি ও ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা। ক্রমাগত ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের চিতুলিয়া পাড়া এলাকায় সড়কে শুয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে গ্রামবাসী। এতে যুবক, শিশু, নারী-পুরুষ ও বৃদ্ধসহ শত শত মানুষ অংশ নেয়। এসময় সড়ক অবরোধের কারণে দুই পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। ফলে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।সরেজমিনে দেখা যায়, ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের চিতুলিয়া পাড়া এলাকায় নদী ভাঙন রোধে শত শত মানুষ একত্রিত হয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করছে। এ সময় কেউ সড়কে শুয়ে, কেউ হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে এবং কেউ আবার হাতে মাইক নিয়ে নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণে দাবি জানাচ্ছেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো.বেলাল হসেন। তিনি তাৎক্ষণিক ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার ঘোষণা দেন। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব আনোয়ার হোসেন বলেন, গত প্রায় একমাস থেকে এই এলাকায় নদী ভাঙনে তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে আমার বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি। আমি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, ভাঙন ঠেকাতে যে এলাকায় জিও ফেলার দাবিতে লোকজন আন্দোলন করছিল সে এলাকায় জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। যারা ঘরবাড়ি হারিয়েছে তাদের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়াও ভাঙন কবলিত মানুষের জন্য ত্রাণ সামগ্রী ও আংশিক ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।