কেন্দুয়া প্রতিনিধি : কেন্দুয়া-আটপাড়ার নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুল মতিন আটপাড়ার তেলিগাতী বাজারে জন সংযোগ করেন। গতকাল শুক্রবার (০৭ জুলাই) বিকালে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মোঃ আব্দুল মতিন আটপাড়ার তেলিগাতি বাজারে জন সংযোগ করেন।জন সংযোগ কালে তিনি আওয়ামী লীগের সার্বিক উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এ সময় ঘাতক দালাল নির্মুল কমিটির সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান ভুঁইয়া,উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারন সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া,যুবলীগ নেতা তাজুল ইসলাম,উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম সহ আওয়ামী লীগ,কৃষক লীগ,স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ প্রচার প্রচারণার কাজে অংশ গ্রহন করেন।
প্রায় ১৪ বছর পর জামায়াত- শিবিরের জনসমাবেশের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ্যাডভোকেট আব্দুল মতিন বলেন,’শেখ হাসিনার সরকার বারবার দরকার’ এ শ্লোগানে মাঠে নেমে সাধারণ মানুষের সাড়া পাচ্ছি। কারণ সারা পৃথিবী জানে বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিহিংশার রাজনীতি করে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করি। আর ঐ সুযোগে কোন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যদি কিছু করতে চায়, এ জন্যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে।