টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ পৌরসভার বার্মিজ মার্কেটে আগুন লেগে ১০৪টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, আগুনে প্রায় ১১ কোটি টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা বলেন, গভীর রাতে বার্মিজ মার্কেট লাগোয়া কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরের পাশের এক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ মার্কেটে কাপড়, জুতা-স্যান্ডেল, কসমেটিকস, কম্বল, আচার, মুঠোফোনসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর দোকানপাট ছিল।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল হালিম ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দলপতি মুকুল কুমার নাথের সঙ্গে কথা বলে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন তাঁরা। মার্কেটের ১৫০টি দোকানের মধ্যে ১০৪টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া এক দোকানের মালিক মো. আলমগীর বলেন, তাঁর প্রায় ১৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। কোরবানির আগে কিছু টাকা ধার নিয়ে দোকানে মালামাল তুলেছিলেন তিনি। কোনো কিছুই রক্ষা করা যায়নি। সরকারিভাবে একই স্থানে পুনর্বাসনের অনুরোধ তাঁর।
এ বিষয়ে বার্মিজ মার্কেট ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, কয়েক বছর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এ মার্কেটে। এবার মার্কেটের ১৫০টি দোকানের ১০৪টি ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ ব্যবসায়ী পুঁজি হারিয়ে পথে বসে গেছেন। আগুন নেভাতে গিয়ে আহতও হয়েছেন কয়েকজন।