গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের ৩৯ ঘন্টা পর মো. আল-ওয়াজ আরশ (১৫) এর মরদেহ উদ্ধার করেছে জাফলং ট্যুরিস্ট ও গোয়াইনঘাট থানা পুলিশ।আজ শনিবার (৮ জুলাই ) সকাল সাতটার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরশ কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া থানার শিদলাই গ্রামের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) ব্রাক্ষ্মণবাড়ীয়া কর্মরত জাহেদুল হোসেন’র ছেলে এবং রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ (ওসি) মো. রতন শেখ। এর আগে আরশ আহমেদ তার বাবা মা ও ছোট ভাইয়ের সঙ্গে ঢাকা থেকে গত বৃহস্পতিবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে।
বিকেলের দিকে আরশ ও তার বাবা জাহেদুল হোসেন জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় এক পর্যায় বাবা ও ছেলে স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছে দেখে স্থানীয় কয়েকজন মিলে বাবা ছেলেকে উদ্ধার করতে যান। এক পর্যায়ে বাবা জাহেদুল হোসেনকে উদ্ধার করতে সক্ষম হলেও ছেলে আরশ পানিতে ডুবে নিখোঁজ হয়।