রাঙ্গাবালী প্রতিনিধি : রাঙ্গাবালীর পুলঘাট বাজার সংলগ্ন সেনের হাওলা ও পুবের বিলে উন্মুক্ত খালে নেটজাল, চায়না জাল ও চাই জাল দিয়ে দখল করে মাছ শিকার করে চলছে একটি মহল । ফলে উন্মুক্ত জলাশয়ে ও খালে মাছ ধরতে না পেরে এলাকার অনেক সাধারণ মৎস্যজীবি ও দিন মজুর তাদের কর্ম হারিয়ে বেকার দিনাতিপাত করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকে জানান বর্ষার পানি নামতে শুরু করায় এলাকায় মাছ শিকারিদের তৎপরতা বেড়েছে। সেনের হাওলা বিল ও পুর্বের বিলে চায়নাজাল, চাইজাল ও নেটজাল দিয়ে ছোট-বড় মাছ নিধন করা হচ্ছে। ফলে এসব খালের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, রাঙ্গাবালীর পুলঘাট বাজার সংলগ্ন সেনের হাওলা ও পুর্বের বিল এলাকায় খালে শত শত নেটজালে, চায়না জাল ও চাইজাল বসানো । এ সময় স্থানীয় অনেকের সাথে কথা হয় নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানায়, বিলের এই অংশে প্রতিদিন শত শত দিন মজুর ও মৎস্যজীবি মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু খালে চায়না জাল ও চাইজাল পাতার কারনে কাউকে খালে নামতে দেওয়া হয়না এবং কেউ ঝাকি নিয়ে মাছ ধরতে গেলে খারাপ ব্যবহার ও শাররীক নির্যাতন ও করে ফলে সাধারন মৎস্যজীবিরা বিপাকে পড়েছে। এভাবে উন্মুক্ত খাল ও জলাশয় দখলে অনেকেই তাদের কর্ম হারাচ্ছে।