ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাপের কামড়ে এক জনের মৃত্যু হয়েছে। ধর্মগড় ইউনিয়নের ধুমপুকুর এলাকায় শনিবার দিবাগত রাতে এঘটনা ঘটে। মৃত চাপোয়া রামের (৪০) বাড়ি ইউনিয়নের ধুমপুকুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ঘিলু বর্মনের ছেলে। চাপোয়ার পরিবারের সদস্যরা জানান, গতকাল শনিবার দিবাগত রাত ১২ টার পরে নিজ ঘরের শয়নকক্ষে সাপে কামড়ালে প্রথমে বুঝতে না পেরে স্থানীয় ওঝার নিকট ঝাড়ফুঁক করান। অবস্থার অবনতি হলে এ সময় চাপোয়াকে ঠাকুরগাঁও সদর স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিলে রাত ৫ টার দিকে ককর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ধুমপুকুর এলাকার কৃষক চাপোয়া রাম সাপে কামড়ে মারা গেছেন বলে তার পরিবার আমাকে জানিয়েছে।’ রাণীশংকৈল থানার তদন্ত ওসি মহসিন আলী জানান, কৃষক চাপোয়া রাম সাপের কামড়ে মারা গেছেন বলে হাসপাতালের চিকিৎসক তাকে নিশ্চিত করেছেন।