সোমবার , ১০ জুলাই ২০২৩ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

অভয়নগরের ব্যবসায়ী ধারালো অস্ত্রাঘাতে যখম ও ছিনতাই থানায় অভিযোগ

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
জুলাই ১০, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ

অভয়নগর প্রতিনিধি : যশোর জেলার অভয়নগর উপজেলার বন্দরনগরী নওয়াপাড়া বাজারের ফার্ণিচার ব্যবসায়ী মহির গাজী (২৮) কে মোবাইল ফোনে ডেকে নিয়ে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে যখম করে তার কাছে থাকা নগদ ৭০ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন ছিনতাই এর ঘটনা ঘটেছে। মহির গাজী উপজেলার বুইকারা গ্রামের ইলিয়াজ গাজীর পুত্র। গত ৮ জুলাই ২০২৩ শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার ভাঙ্গাগেট নামক স্থানে এই ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত নওয়াপাড়া গ্রামের সাবুর পুত্র মুরাদ (২৮) সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে ৯ জুলাই ২০২৩ রবিবার বিকালে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মহির গাজী।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৩ শনিবার দুপুর আড়াইটার দিকে বিবাদী মুরাদ তার মুঠো ফোনে মহির গাজীকে ভাঙ্গাগেট এলাকায় তার সাথে দেখা করতে বলে। তার সাথে দেখা করতে মহির গাজি দুপুর ৩টায় উক্ত স্থানে পৌছালে আগে থেকে ওত পেতে  থাকা বিবাদী মুরাদ সহ অজ্ঞাত ৪/৫ তাদের হাতে থাকা লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তার উপরে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে এবং তার কাছে থাকা সত্তর হাজার টাকা ও একটি স্মার্টফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। জীবন বাঁচাতে চিৎকার করলে স্থানীয় জনসাধারণ ছুটে এসে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার তাফরিয়া রহমান হীয়া বলেন, গত ৮ জুলাই ২০২৩ শনিবার ধারালো অস্ত্র দ্বারা যখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে জরুরী বিভাগে মহির গাজী নামে এক রোগী ভর্তি হয় এবং আমি তাকে চিকিৎসা দিয়েছি  এখনও তিনি হাসপাতালে ভর্তি রয়েছে।  অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী হাসান বলেন, আমি এখন থানার বাহিরে আছি থানায় গিয়ে দেখে আপনাকে বিষয়টি জানাতে পারবো।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD