চাটখিল ( নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ৪৪জন রোগীর মাঝে ২২লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
এই উপলক্ষ্যে উপজেলা সভাকক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) উজ্জ্বল রায়ের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেনের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী -১(চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল। সভায় সুবিধাভোগী ৪৪জন রোগী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।