বিশেষ সংবাদদাতা পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়ন বাজারে উন্নয়ন সমাবেশে গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, হিন্দু সম্প্রদায়কে নিরাপদ রাখতে হলে নৌকায় ভোট, অসাম্প্রদায়িক বাংলাদেশ রাখতে হলে নৌকায় ভোট, উন্নয়ন চাইলে নৌকায় ভোট, দুর্নীতি বন্ধ করতে গেলে নৌকায় ভোট, চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট, শান্তিতে ঘুমাতে হলে নৌকায় ভোট দিতে হবে। কারণ নৌকায় ভোট দিলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে আমরা সবাই ভালো থাকব।
জামাত-বিএনপি ঘাপটি মেরে আছে সময় মতো ফণা তুলবে বিষধর সাপের মত। নিশ্চয়ই সেটা আমরা হতে দিতে পারি না। আওয়ামী লীগ আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। যুদ্ধাপরাধীদের বিচার করেছে। উন্নয়ন এবং অসাম্প্রদায়িকতা যদি চান তাহলে শেখ হাসিনার বিকল্প নাই। ২০০১ এর অক্টোবরের পরে হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের উপর যে নির্যাতন হয়েছিল আবার কি তাদের ক্ষমতায় আনবেন কি আনবেন না সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের ভোটে দিতে হবে।
দীর্ঘ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহ আলম আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য অ্যাড. চন্ডীচরন পাল, নাজিরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক এস এম নজরুল ইসলাম বাবুল, নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী প্রমুখ।