সাকিব খানঃ লকডাউনের ৪র্থ দিনে মুন্সীগঞ্জে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের সিরাজদিখানের নিমতলায় পুলিশের চেকপোষ্ট বসানো হয়েছে। প্রাইভেটকার ও মোটর সাইকেল অরোহীরা নানা অজুহাত দেখাচ্ছেন।
ঢাকা থেকে মাওয়ামুখী বিভিন্ন গাড়িতে মুভমেন্ট পাশ দেখা হয় ও সন্তুষ্টজনক কারণ ছাড়া প্রাইভেট কার ও মোটর সাইকেল প্রবেশ করতে দেওয়া হয় না। এ সময় এ সকল গাড়ির চালক যাত্রী নানা অজুহাত তুলে ধরেন। তাই অনেক গাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সিরাজদিখান থানা পুলিশের চেকপোষ্ট নিমতলা এলাকায় সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত পরিচালনা করেন অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন।
এ সময় অন্যান্য সদস্যসহ উপস্থিত ছিলেন পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান ও পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো বোরহান উদ্দিন জানান, লক ডাউনের প্রথম দিন থেকেই তাদের এ কর্যক্রম চলমান রয়েছে। তারা মানুষকে সচেতন করছেন এবং প্রয়োজনে ব্যবস্থা গ্রহন করছেন। এছাড়া হাট বাজার গুলোয় মোবাইল কোর্ট চলমান রয়েছে বলে তিনি।