রবিবার , ১ অক্টোবর ২০২৩ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

ইবিতে জিয়া পরিষদের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
অক্টোবর ১, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক সংগঠন জিয়া পরিষদের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার বেলা সাড়ে ১১টায় অনুষদের ভবনের সভাকক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সদ্যবিদায়ী সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে পরিষদের নবনির্বাচিত সভাপতি ড. মোহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া সহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক ড. রশিদুজ্জামান।
এর আগে গত ১০ সেপ্টেম্বর সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হিসেবে এপ্লাইড নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক ড. নূরুন নাহার, ড. মুহাম্মদ আব্দুল মালেক, আব্দুস শাহীদ মিয়া, ড. এ. এস. এম. আইনুল হক আকন্দ ও ড. মো. জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম ও ফকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ড. রশিদুজ্জামান, সহ- সাংগঠনিক সম্পাদক ড. শাহীনুজ্জামান, দপ্তর সম্পাদক ড. হাফিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক এস.এম. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ ড. সেলিম রেজা, প্রচার সম্পাদক ড. জালাল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক নাসির উদ্দিন খান, সংগ্রহ ও প্রকাশক সম্পাদক ড. এ.কে.এম রাশেদুজ্জামান, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মনজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ড. খোদেজা খাতুন।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে আছেন ড. মিজানুর রহমান ও ড. আলীনুর রহমান। অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি ড. তোজাম্মেল বলেন, এই কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন তারক অতন্ত্য যোগ্য মানুষ। আমাদের কমিটিতে যে কাজ গুলো আমরা করে যেতে পারিনি সে কাজ গুলোর ঘাটতি এই কমিটি পূরণ করবে। নতুনদের হাত ধরে জিয়া পরিষদ অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশা সবসময়। নব নির্বাচিত সভাপতি ড. রুহুল আমীন ভূঁইয়া বলেন, জিয়া পরিষদের বিদায়ী কমিটির অক্লান্ত পরিশ্রমের ফলে এই সংগঠনের ধারাবাহিকতা রক্ষা করেছে। সেই ধারাবাহিকতা রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। সংগঠনের কাজকে গতিশীল করতে সকলের সহযোগিতায় জিয়া পরিষদের কার্যক্রম নতুন উদ্যমে পরিচালিত করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD